মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬

অনূর্ধ্ব-১৬ দলকে সহায়তা দেবে কানাডা

Home Page » খেলা » অনূর্ধ্ব-১৬ দলকে সহায়তা দেবে কানাডা
মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬



98.jpgবঙ্গ-নিউজঃ বাংলাদেশের মহিলা ফুটবলের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে কানাডা। আজ সোমবার বাফুফে ভবনে এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনোয়েট পিয়েরে লারামি। তিনি অনূর্ধ্ব-১৬ মহিলা দলকে তার হাই কমিশনের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, ‘আপনাদের নিশ্চয়ই অজানা নয় যে কানাডা এবার অলিম্পিকে আয়োজক ব্রাজিলকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। তারা চার বছর আগে লন্ডনেও এ পদক জিতেছিল। কানাডায় এখন অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবলের সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশের মেয়েরা যে ধারায় টানা পাঁচ ম্যাচ অপরাজিত থেকেছে তা প্রশংসনীয়। আর তখনই আমি সিদ্ধান্ত নেই যে আমি এ দলের সঙ্গে দেখা করবো। আমি একজন ফুটবল ভক্ত, আমার ছেলে একজন কোচ। আমি চাই আজ দুই দেশের মাঝে যে বন্ধন শুরু হলো তা অব্যাহত থাকবে।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন লারামিকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা আনন্দিত। আশা করি কানাডা মহিলা ফুটবল উন্নয়নে আমাদের সঙ্গে থাকবে।’

বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আকতার কিরণ, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৩৪:৫৩   ৪০৮ বার পঠিত