মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬
থাইল্যান্ডের রাজার স্বাস্থ্য ‘স্থিতিশীল নয়’
Home Page » বিশ্ব » থাইল্যান্ডের রাজার স্বাস্থ্য ‘স্থিতিশীল নয়’
বঙ্গ-নিউজঃ থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়দেজের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। রবিবার রাতে রাজপ্রসাদ কর্মকর্তারা একথা জানান। বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা ভূমিবল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, ৮৮ বছর বয়সী রাজার রক্তচাপ কমে গেছে। রক্তচাপ স্বাভাবিক করতে ওষুধ সেবনসহ সবধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, রাজাকে হেমোডায়ালাইসিস দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য, কিডনি অকেজো হয়ে পড়লে এটা করা হয়।
বর্তমানে চিকিৎসকরা নিবিড়ভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে বিবৃতিতে জানানো হয়।
থাইল্যান্ডের বিভক্ত রাজনৈতিক অঙ্গনে রাজা ভূমিবলকে শ্রদ্ধা এবং দেশের ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয়। তিনি অনেকদিন ধরে জনসম্মুখে আসতে পারছেন না। গত বছরের বেশির ভাগ সময় তাকে হাসপাতালে কাটাতে হয়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতেও তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় ভোগেন।
বাংলাদেশ সময়: ০:৩২:৫১ ৪৩৩ বার পঠিত