রবিবার, ৯ অক্টোবর ২০১৬
বরিশালে অটোকিশা চলাচলের দাবিতে শ্রমিক লীগের মানববন্ধন
Home Page » প্রথমপাতা » বরিশালে অটোকিশা চলাচলের দাবিতে শ্রমিক লীগের মানববন্ধনবঙ্গ-নিউজঃ বরিশাল নগরীর সদর রোডসহ সব রোডে নির্বিঘেœ অটোরিকশা চলাচলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিক লীগ।
রবিবার বরিশাল নগরীর সদর রোডের অশ্বিানী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর শ্রমিক লীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমান, মহানগর আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল, শান্তি দাস, রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অটোরিকশা চালিয়ে বহু মানুষ জীবিকা নির্বাহ করে। অটোরিকশা চলাচলের জন্য বরিশাল সিটি করপোরেশন লাইসেন্স দিলেও সদর রোড এলাকায় অটোরিকশা ঢুকতে দিচ্ছে না পুলিশ।
নগরীর সদর রোডসহ সিটি করপোরেশনের সব রুটে অটোরিকশা চলাচলের দাবি জানান তারা।
সম্প্রতি উচ্চ আদালত থেকে দেয়া এক আদেশের পরিপ্রেক্ষিতে বরিশাল সিটি করপোরেশন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় মেট্রোপলিটন পুলিশ। তবে প্রাথমিক ভাবে আদালতের নির্দেশনার পাশাপাশি যানজট নিরসনের অযুহাতে সদর রোডসহ গুরুত্বপূর্ণ এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ কওে দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭:৫২:২৯ ৪০৮ বার পঠিত