রবিবার, ৯ অক্টোবর ২০১৬

বাংলাদেশ: ১১০/৪, ওভার: ২৭

Home Page » এক্সক্লুসিভ » বাংলাদেশ: ১১০/৪, ওভার: ২৭
রবিবার, ৯ অক্টোবর ২০১৬



162.jpg
বঙ্গ-নিউজঃ বাংলাদেশ ইনিংস

তামিম ইকবাল ক্যাচ মঈন বল ওয়েকস ১৪ রান (৩১ বল)

ইমরুল কায়েস ক্যাচ উইলে বল ওয়েকস ১১ রান (১৮ বল)

সাব্বির রহমান বোল্ড বল বল ৩ রান (২১ বল)

মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিং ৫৩ রান (৫৬ বল)

মুশফিকুর রহিম ক্যাচ মঈন বল বল ২১ রান (২৩ বল)

সাকিব আল হাসান ব্যাটিং ৩ বল (১৩ রান)

উইকেট পতন: ১-২৫ ইমরুল (৬.৫ ওভার), ২-২৬ (তামিম ৮.৪ ওভার), ৩-৩৯ (সাব্বির ১৩.২ ওভার), ৪-৮৯ (মুশফিক ২১.৬ ওভার),

বোলিং

বোলার ওভার রান উইকেট

ক্রিস ওয়েকস ৬ ২০ ২

ডেভিড উইলে ৬ ১৬ ০

আদিল রশীদ ৭ ৩৬ ০

জেক বল ৬ ২৮ ২

বেন স্টোকস ১ ৫ ০

মঈন আলী ১ ৩ ০

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।

ইংল্যান্ড একাদশ: জ্যাসন রয়, জেমস ভিন্স, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওয়েকস, ডেভিড উইলে, আদিল রশীদ, জেক বল।

টস: টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

আম্পায়ার: আলিম দার (পাকিস্তান), শরফুদ্দৌলা

টিভি আম্পায়ার: মারাইস এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)

ম্যাচ রেফারি: জাভাগাল শ্রীনাথ (ভারত)

রিজার্ভ আম্পায়ার: আনিসুর রহমান

ম্যাচ নোট

বাংলাদেশ ইনিংস

প্রথম পাওয়ারপ্লে, ওভার:১-১০ (বাধ্যতামূলক, ৩০ রান, ২ উইকেট)

দ্বিতীয় পাওয়ারপ্লে, ওভার: ১০.১-৪০ (বাধ্যতামূলক)

বাংলাদেশ: ৫০ রান, ১৪.৬ ওভার (৯০ বল), অতিরিক্ত:২

ড্রিঙ্কস: বাংলাদেশ-৫৩/৩, ১৬ ওভার, (মাহমুদউল্লাহ ১৩, মুশফিক ১০)

বাংলাদেশ সময়: ১৬:৩৩:০৯   ৩৫৭ বার পঠিত