রবিবার, ৯ অক্টোবর ২০১৬
ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনের হচ্ছে, চুক্তি সই
Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনের হচ্ছে, চুক্তি সইবঙ্গ-নিউজঃ ১৭ হাজার কোটি টাকা ব্যায়ে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। এ সংক্রান্ত প্রকল্পের ফ্রেমওয়ার্ক চুক্তি সই হলো আজ রবিবার।
দুপুর সাড়ে ১২টায় রাজধানীর হোটেল রেডিসনে চায়না হার্বার ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তরের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়। প্রকল্পটি জি টু জি ভিত্তিতে বাস্তবায়ন হবে।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি অর্থনীতিবিদ এম এ মোমিনসহ সিলেট অঞ্চলের প্রবাসী নেতারা।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। চীন দ্রুতগতিতে কাজটি করবে। ২০১৮ সালের শেষ দিকে অথবা ২০১৯ সালের শুরুর দিকে সড়কটি চালু হবে বলে আশা করা যায়।
প্রকল্পটি বাস্তবায়িত হলে তিন ঘণ্টারও কম সময়ে ঢাকা থেকে সিলেটে যাতায়াত করা সম্ভব। চারলেনের পাশাপাশি দু’টি আলাদা সার্ভিস লেন থাকবে, যেখানে স্লো মুভিংয়ের গাড়ি চলাচল করবে। প্রকল্পের আওতায় ব্রিজ নির্মিত হবে ৭০টি।
বাংলাদেশ সময়: ১৫:৫৭:২৩ ২৬৯ বার পঠিত