রবিবার, ৯ অক্টোবর ২০১৬
বাংলায় প্রথম থ্রি-ডি ছবি, প্রথম বাঙালি নায়ক প্রসেনজিৎ
Home Page » বিনোদন » বাংলায় প্রথম থ্রি-ডি ছবি, প্রথম বাঙালি নায়ক প্রসেনজিৎ
বঙ্গ-নিউজঃ বাংলায় থ্রি-ডি ফিল্ম? তাও আবার কলকাতায়? অবাক হবেন না। এটাই সত্যি। আর এই স্বপ্নকে সত্যি করতে চলেছেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। তাঁর স্বপ্নের কান্ডারি ‘কাকাবাবু’, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ নিয়ে এর আগেও ব়ড়পর্দায় কাজ করেছেন সৃজিত। ২০১৩-এ প্রসেনজিতৎকে ‘কাকাবাবু’ হিসেবে ‘মিশর রহস্য’-এ প্রথম দেখেন দর্শক। এ বারের গল্প ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’। প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে পুজোর পরেই। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের মে-জুন নাগাদ ইউরোপের স্নো ক্ল্যাড পাহাড়ে শুরু হবে প্রথম বাংলা থ্রি-ডি ছবির শুটিং।
সৃজিতের কথায়, ‘‘পরিচালক হিসেবে আমি সব রকমের কাজ করতে চাইব। এর আগে বিভিন্ন শুটিংয়ের মাঝে থ্রি-ডি টেকনোলজি নিয়ে আমি রিসার্চ করেছি। আশা করছি এখনকার টেক-স্যাভি ইয়ং অডিয়েন্সের ছবিটা ভাল লাগবে।” - আনন্দবাজার অবলম্বনে
বাংলাদেশ সময়: ৮:৫০:০৪ ৩৩৭ বার পঠিত