শনিবার, ৮ অক্টোবর ২০১৬
পূজায় বিশ্বজিৎ: অস্ট্রেলিয়া হয়ে ভারত
Home Page » প্রথমপাতা » পূজায় বিশ্বজিৎ: অস্ট্রেলিয়া হয়ে ভারতবঙ্গ-নিউজঃ চলমান দুর্গাপূজা উৎসব নিয়ে এবার নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের লম্বা প্রস্তুতি। গেল এক মাস ধরেই চলছে সেই প্রস্তুতিকে বাস্তবে রূপ দেওয়ার বিবিধ উদ্যোগ। এরমধ্যে একটি হচ্ছে শ্রোতা-দর্শকদের জন্য, অন্যটি একান্তই পারিবারিক। বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে আজ শনিবার এসব জানালেন তিনি নিজেই।
বললেন, ‘অনেক বছর পর এবারের পূজা উৎসবটা আমার কাছে খুব আনন্দের মনে হচ্ছে। এবার আমার আনন্দ অস্ট্রেলিয়া-বাংলাদেশ হয়ে ভারত পর্যন্ত পৌঁছাবে।’
স্বাভাবিক, শ্রোতা-দর্শকদের জন্য তিনি পূজার যে পরিকল্পনা করেছিলেন সেটি এরমধ্যেই বাস্তবায়ন করেছেন। গেল শুক্রবার সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি দিয়েছেন অস্ট্রেলিয়ায় চিত্রায়িত তার গাওয়া গানের নতুন একটি ভিডিও।
গানটি বিশ্বকবির ‘ওগো বিদেশিনী’। পূজা উপলক্ষে সেই গানটির ব্যয়বহুল ভিডিও নির্মাণ হলো এবার। পুরো ভিডিওটি নির্মিত হয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন ও সিডনিতে। আশিকুর রহমানের নির্দেশনায় এতে কুমার বিশ্বজিৎ ছাড়াও গিটার হাতে অংশ নিয়েছেন সংগীতশিল্পী ইফতি। আর ভিডিওর দৃশ্যে উঠে এসেছে অস্ট্রেলিয়ার দৃষ্টিনন্দন স্থান।
কুমার বিশ্বজিৎ বলেন, ‘বিশ্বকবি বাঙালির আত্মার আত্মীয়। গানটি গাইলাম তাকে সম্মান দেখানোর জন্যই। আর ভিডিওটি ক’দিন আগে অস্ট্রেলিয়া থেকে অনেক পরিশ্রম করে নির্মাণ করেছি। উদ্দেশ্য একটাই, আমার শ্রোতা-দর্শকদের পূজার উপহার দেওয়া। সবাইকে পূজার শুভেচ্ছা।’
বাংলাদেশ সময়: ২২:৪১:০৪ ২৭৫ বার পঠিত