শনিবার, ৮ অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দাম
Home Page » অর্থ ও বানিজ্য » আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দামবঙ্গ-নিউজঃ গত চারমাসের আন্তর্জাতিক বাজারে সর্বনিম্ন রয়েছে সোনার দাম। বৃহস্পতিবার মূল্যবান ধাতুটির দাম কমে সর্বনিম্নে চলে এসেছে। সামনের মাসগুলোয় ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের এমন তথ্য প্রকাশ হওয়ার পর থেকেই নিম্নমুখী প্রবণতায় রয়েছে পণ্যটি।
নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স ডিভিশনে বৃহস্পতিবার ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে ১ দশমিক ২ শতাংশ কমেছে সোনার দাম। এদিন প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে এক হাজার ২৫৩ ডলারে।
চলতি বছরের জুনের পর এটাই সোনার সর্বনিম্ন দাম।
এ দরপতন পণ্যটির চাহিদা বাড়িয়ে দিতে পারে বলে মনে করছে কমার্স ব্যাংক। প্রতিষ্ঠানটি বলছে, দুর্গাপূজার কারণে ভারতে বর্তমানে সোনার চাহিদা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি রয়েছে।
চলতি সপ্তাহে জাতীয় ছুটির দিন থাকায় চীনের ক্রেতারাও পণ্যটি কেনার দিকে বেশি নজর দিচ্ছে। এ কারণে বিশ্ববাজারে পণ্যটির চাহিদা বাড়তির দিকে।
বিশ্ববাজারে সোনার সবচেয়ে বড় ক্রেতা চীন ও ভারত। ওই দুটি দেশের ওপর সোনার বাজার অনেকাংশে নির্ভর করে থাকে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পাশাপাশি দাম কমেছে রুপারও। ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে এদিন ২ শতাংশ দাম কমে প্রতি আউন্স রুপা বিক্রি হয়েছে ১৭ দশমিক ৩৪ ডলারে।
একই দিন জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে দাম কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের।
বৃহস্পতিবার ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স প্লাটিনাম ৯৬৬ দশমিক ৩০ ডলারে বিক্রি হয়েছে।
অন্যদিকে ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স প্যালাডিয়াম বিক্রি হয়েছে ৬৬৬ দশমিক ১৫ ডলারে।
তবে বাংলাদশের বাজারে সোনার দাম কমানোর কোনো লক্ষণ নেই।
বাংলাদেশ সময়: ২২:৩৫:০৮ ২২৩ বার পঠিত