শনিবার, ৮ অক্টোবর ২০১৬

দুটি প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ ঘোষণা

Home Page » এক্সক্লুসিভ » দুটি প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ ঘোষণা
শনিবার, ৮ অক্টোবর ২০১৬



বঙ্গ-নিউজঃ 131.jpgওয়ানডে সিরিজের পর বাংলাদেশের বিরুদ্ধে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ১৪-১৫ অক্টোবর প্রথম ও ১৬-১৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

শনিবার দুটি প্রস্তুতি ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে বিসিবি। প্রথম ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্ব দিবেন সাব্বির রহমান। দ্বিতীয় ম্যাচের অধিনায়ক থাকছেন সৌম্য সরকার। দলে সুযোগ পেয়েছেন বেশিরভাগ তরুণ ক্রিকেটার। অভিজ্ঞদের মধ্যে শাহরিয়ার নাফিসকে রাখা হয়েছে প্রথম প্রস্তুতি ম্যাচের দলে। পেসার হান্ট থেকে উঠে আসা পেসার এবাদত হোসেনও আছেন দুই ম্যাচের দলে। প্রথম ম্যাচে রুবেল হোসেন, দ্বিতীয় ম্যাচের দলে রাখা হয়েছে আল-আমিন হোসেনকে।

প্রথম প্রস্তুতি ম্যাচের দল: সৌম্য সরকার, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দল: সৌম্য সরকার (অধিনায়ক), আব্দুল মজিদ, নাজমুল হোসেন শান্ত, তানভীর হায়দার খান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি, শুভাশীষ রায়, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।

বাংলাদেশ সময়: ২২:২১:১৩   ২১৮ বার পঠিত