শনিবার, ৮ অক্টোবর ২০১৬
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব
Home Page » জাতীয় » ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব
বঙ্গ-নিউজঃ দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। শুক্রবার মহাষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে বেলপাতার অর্ঘ্য, উলুধ্বনি ও চণ্ডীপাঠের মাধ্যমে এ পূজা শুরু হয়। ঢাকের বাদ্যের সঙ্গে মায়ের আগমনে নেচে উঠেছেন ভক্তরাও।
এবার আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম তিথি পর্যন্ত চলবে দুর্গাপূজা। আজ শুক্রবার শুক্লপক্ষের ষষ্ঠী, আগামীকাল শনিবার সপ্তমী, রবিবার মহাষ্টমী, সোমবার নবমী ও মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গা পূজা।
গত বছরের তুলনায় এবার সারাদেশে বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা। এবছর সারা দেশের প্রায় ৩০ হাজার মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে গতবছর ২৯ হাজার ৩৯৫টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।
দুর্গা পূজা উদযাপন উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অ্যাডিশনাল আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ নির্ভয়ে দুর্গা পূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ৮:৫৪:৫০ ২৬৮ বার পঠিত