শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬
বেড়েছে বেশিরভাগ সবজির দাম
Home Page » অর্থ ও বানিজ্য » বেড়েছে বেশিরভাগ সবজির দামবঙ্গ-নিউজঃ রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। স্বয়ং বিক্রেতারা এমন কথা বললেও, দাম নিয়ন্ত্রণেই রয়েছে বলে মনে করেন এই বাজারের ক্রেতারা। মাংসের বাজারে বিক্রির পাশাপাশি কমেছে দেশি মুরগীর দাম।
শরতেই শীতের আগাম শিম, কপিসহ বিভিন্ন মৌসুমের সবজিতে ভরপুর প্রতিটি দোকান। সকাল থেকেই জমে উঠেছে কেনাবেচাও। বাজারে প্রতি কেজি শিম ১২০ টাকা, ঢেঁড়স-বেগুন-শসা ৬০ টাকা, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এসব সবজির দাম গত সপ্তাহের তুলনায় ১০ টাকা পর্যন্ত বেড়েছে। কারণ হিসেবে বিক্রেতারা বলছেন সরবরাহ সঙ্কটের কথা।
বিক্রেতারা দাম বেশির কথা জানালেও প্রতিটি সবজি ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে বলে মনে করেন ক্রেতারা। তবে দর কষাকষি করে বাজার করার পরামর্শ তাদের।
বাজারে কয়েক সপ্তাহ ধরেই গরুর মাংস ৪২০ আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকা কেজি দরে। ব্রয়লার মুরগি ১৩০ টাকা কেজি হিসেবে বিক্রি হলেও বেশ খানিকটা কমেছে দেশি মুরগির দাম।
দাম বাড়া-কমা নেই ডিমের বাজারে। প্রতি হালি ফার্মের মুরগির লাল ডিম ৩০ টাকা আর দেশি হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৪৪ টাকায়।
বাংলাদেশ সময়: ২১:১০:১৯ ৩৫৪ বার পঠিত