শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬

‘গরু চোরাচালান বন্ধ করলেই সীমান্তে হত্যা কমবে’

Home Page » জাতীয় » ‘গরু চোরাচালান বন্ধ করলেই সীমান্তে হত্যা কমবে’
শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬



বঙ্গ-নিউজঃ 413.jpgগরু চোরাচালানের সাথে সম্পৃক্ত সিন্ডিকেটই সীমান্তের যাবতীয় অপকর্মের উৎস। তাই পশু চোরাকারবারী চক্রকে নির্মূল করা গেলেই সীমান্ত হত্যাও বন্ধ হবে।

শুক্রবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে সীমান্ত সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

সম্প্রতি ভারতে শেষ হওয়া প্রতিবেশী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজিবি মহাপরিচালক বলেন, ভারতের সঙ্গে সীমান্তে বাংলাদেশি হত্যার ৯৫ ভাগই গরু চোরাচালানের কারণে ঘটে। এর সঙ্গে মাদক ও অস্ত্র চোরাচালানের বিষয়টিও জড়িত। তাই গরু চোরাচালান বন্ধ করা গেলে সীমান্তে বাংলাদেশি হত্যা কমিয়ে আনার বিষয়টি আরো কার্যকর করা সম্ভব হবে।

আজিজ আহমেদ মনে করেন, গরু যেহেতু ভারত থেকে আসে, তাই এই চোরাচালান বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ভূমিকা মুখ্য।

বিষয়টি বিবেচনায় নিয়ে বিএসএফের প্রধানকে সীমান্ত দিয়ে গরু চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করেন বিজিবি মহাপরিচালক।

আজিজ আহমেদ জানান, চলতি বছর বাংলাদেশের ২৬ জন নাগরিক সীমান্তে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ২২ জন বিএসএফের হাতে নিহত হয়েছেন।

এ সময় তিনি আরো জানান, বিএসএফের সাথে অনুষ্ঠিত ঐ সম্মেলনে সীমান্তে কাঁটাতার নির্মাণ, ইয়াবা পাচার, মানব পাচার এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:০৩:৪১   ৩৯৫ বার পঠিত