বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০১৬
সরকারের প্রশ্রয়েই ‘নির্মম’ ঘটনা ঘটছে
Home Page » প্রথমপাতা » সরকারের প্রশ্রয়েই ‘নির্মম’ ঘটনা ঘটছেবঙ্গ-নিউজঃ সরকারের প্রশ্রয়েই ‘নির্মম’ ঘটনা ঘটছে : মির্জা আলমগীর
জাস্ট নিউজ -
ঢাকা, ৫ অক্টোবর (জাস্ট নিউজ) : সরকারের প্রশ্রয়েই দেশে যে নির্মম হামলার ঘটনা ঘটছে, তা আবারো প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের এ ধরনের পরিস্থিতি উদ্বেগজনক এবং আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।বুধবার দুপুর ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে দেখতে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েক নেতা। এ সময় তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হত্যার উদ্দেশ্যে তাকে নির্মমভাবে কোপানো হয়েছে। আমরা এসেছিলাম তাকে দেখতে। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন নার্গিস এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। মেয়েটি এখনও সম্পূর্ণ অজ্ঞান। আগামী ৪৮ ঘণ্টা পর ডাক্তাররা মেয়েটির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাবেন।
তিনি আরো বলেন, সফলভাবে অস্ত্রোপচার করা হলেও নার্গিসের কোনও উন্নতি হয়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এ নৃশংস ঘটনার মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো, সন্ত্রাসীরা কোথায় প্রশ্রয় পাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আক্রমণকারীকে বিচারের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা।
মির্জা আলমগীর বলেন, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে।
প্রসঙ্গত, সোমবার বিকালে নার্গিসকে শাবিপ্রবির ছাত্রলীগ নেতা বদরুল আলম প্রকাশ্যে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়। মঙ্গলবার বিকালে অস্ত্রোপচার করে নার্গিসকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। এ ঘটনায় বদরুলের বিরুদ্ধে মামলা হয়েছে।
সরকারের প্রশ্রয়েই দেশে যে নির্মম হামলার ঘটনা ঘটছে, তা আবারো প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের এ ধরনের পরিস্থিতি উদ্বেগজনক এবং আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।
বুধবার দুপুর ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে দেখতে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েক নেতা। এ সময় তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হত্যার উদ্দেশ্যে তাকে নির্মমভাবে কোপানো হয়েছে। আমরা এসেছিলাম তাকে দেখতে। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন নার্গিস এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। মেয়েটি এখনও সম্পূর্ণ অজ্ঞান। আগামী ৪৮ ঘণ্টা পর ডাক্তাররা মেয়েটির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাবেন।
তিনি আরো বলেন, সফলভাবে অস্ত্রোপচার করা হলেও নার্গিসের কোনও উন্নতি হয়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এ নৃশংস ঘটনার মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো, সন্ত্রাসীরা কোথায় প্রশ্রয় পাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আক্রমণকারীকে বিচারের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা।
মির্জা আলমগীর বলেন, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে।
প্রসঙ্গত, সোমবার বিকালে নার্গিসকে শাবিপ্রবির ছাত্রলীগ নেতা বদরুল আলম প্রকাশ্যে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়। মঙ্গলবার বিকালে অস্ত্রোপচার করে নার্গিসকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। এ ঘটনায় বদরুলের বিরুদ্ধে মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৪২:৩১ ৩৪৪ বার পঠিত