বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০১৬
জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুটারেস
Home Page » প্রথমপাতা » জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুটারেস
,বঙ্গ-নিউজঃ পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুটারেস জাতিসংঘের নতুন মহাসচিব হচ্ছেন। আনুষ্ঠানিক ভোটাভুটিতে এগিয়ে থাকায় তাকে নতুন মহাসচিব করা হচ্ছে। গুটারেস জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের স্থলাভিষিক্ত হচ্ছেন। খবর বিবিসির।বুধবার গোপন ভোটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের কেউ গুটারেসের বিরুদ্ধে ভেটো ক্ষমতা প্রয়োগ না করায় তিনিই জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন বলে জানিয়েছেন কূটনীতিকরা। ভোটে ৬৭ বছর বয়সী এই পর্তগিজ ‘পরিষ্কার এগিয়ে’ আছেন বলে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন জানিয়েছেন।
এই পদে ১৩ প্রার্থী অংশ নিলেও পরবর্তীতে তিনজন প্রার্থিতা প্রত্যাহার করে। শেষ পর্যন্ত ১০ জন মহাসচিব হওয়ার জন্য লড়াই করেন।
বাংলাদেশ সময়: ৯:১৩:৪৩ ২৭২ বার পঠিত