বুধবার, ৫ অক্টোবর ২০১৬

বাংলাদেশ থেকে ইলিশ মাছ নিতে চায় থাইল্যান্ড

Home Page » অর্থ ও বানিজ্য » বাংলাদেশ থেকে ইলিশ মাছ নিতে চায় থাইল্যান্ড
বুধবার, ৫ অক্টোবর ২০১৬



57.jpgবঙ্গ-নিউজঃ বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানির আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড। বুধবার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে এক বৈঠকে থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সোয়ান্নপোঙ্গসে তাদের আগ্রহের কথা জানান।
সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সম্ভাব্যতা যাচাই করে ইলিশ রফতানি করতে পারবেন বলে থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে জানিয়েছেন প্রাণিসম্পদমন্ত্রী। বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বৈঠকে সোয়ান্নপোঙ্গসে থাইল্যান্ডের মৎস্য ও প্রাণিসম্পদ খাত পরিদর্শনের জন্য প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হককে থাইল্যান্ড সফরের আমন্ত্রণ জানান।

এছাড়া প্রাণিসম্পদমন্ত্রী এ বছরের রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনসহ বাংলাদেশের বর্তমান মৎস্যখাতের অবস্থা থাইল্যান্ডের রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন এবং মৎস্যখাতে থাইল্যান্ডের সহায়তা কামনা করেন। পানপিমন সোয়ান্নপোঙ্গসেও বাংলাদেশের পাশে থাকার কথা জানান।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের ২০১৫-২০১৮ সালের রফতানি নীতি অনুযায়ী দেশে বর্তমানে ইলিশ রফতানি নিষিদ্ধ। তবে নীতিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইলিশ রফতানির সুযোগ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০০:১১   ৩৪১ বার পঠিত