বুধবার, ৫ অক্টোবর ২০১৬
ঘুষ নিয়ে দারুসসালাম থানার চার পুলিশ সদস্য বরখাস্ত
Home Page » প্রথমপাতা » ঘুষ নিয়ে দারুসসালাম থানার চার পুলিশ সদস্য বরখাস্ত
বঙ্গ-নিউজঃ দারুসসালাম থানা
মাদক মামলার ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে রাজধানীর দারুসসালাম থানার এক উপ-পরিদর্শকসহ চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বরখাস্তকৃতরা হলেন, দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ্যামল দাস বংশী, কনস্টেবল মোহাম্মদ ফয়েজ এবং কনস্টেবল কামরুল ইসলাম। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ ইউসুফ আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘তাদের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে ।’ তিনি আরও জানান, ‘এই ঘটনা তদন্তে ইতোমধ্যে কমিশনারের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিএমপি’র মিরপুর বিভাগের এডিসি শরীফুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান। ওই কমিটিকে দ্রুত সময় ঘটনার প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।’
প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে গাড়ির টিকিট কিনতে যান একটি ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত চৌধুরী মশিউর রহমান। এ সময় দারুসসালাম থানার টহল পুলিশের সদস্যরা তার গতিরোধ করে তল্লাশি করেন। তার কাছে কিছু না পেয়ে মাদক মামলার ভয় দেখিয়ে একলাখ টাকা চাঁদা দাবি করেন। এত টাকা মশিউর রহমানের দেওয়ার সামর্থ্য নেই বলে জানালে দশহাজার টাকা ও গহনা দিয়ে তিনি তাৎক্ষণিক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পান। ঘটনাটি জানাজানি হওয়ার পর ডিএমপি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করলো।
বাংলাদেশ সময়: ১৯:৪৩:৩৯ ৩৩৫ বার পঠিত