মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬

দেশের প্রতি দায়বদ্ধতার কারণেই ফিরেছেন মামুনুল

Home Page » খেলা » দেশের প্রতি দায়বদ্ধতার কারণেই ফিরেছেন মামুনুল
মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬



151.jpgবঙ্গ-নিউজঃ অভিমান ভুলে নিজের যোগ্যতা প্রমাণ করেই ভুটানগামী জাতীয় ফুটবল দলে জায়গা করে নিতে চান সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।

আজ সোমবার কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন শেষে সাবেক অধিনায়ক মামুনুলের কন্ঠে ছিল ফেরার প্রত্যয়। উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ প্লে অফ-২ প্রথম লেগের দলে জায়গা হয়নি মামুনুলের। অভিমানে তিনি দিয়েছিলেন অবসরের ঘোষণা তবে শেষ পর্যন্ত তা আনুষ্ঠানিক করেননি এই মিডফিল্ডারটি, ‘আমার ফিরে আসার দুটি কারণ। একটা হলো আমাদের ভুটানের সঙ্গে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত আমার চ্যালেঞ্জ ছিল লিগে ভালো পারফরম্যান্স করব। ফিটনেস কেমন ছিল সেটা দেখা, ওই সময় লিগে অনেক নিচে ছিল দল। কিন্তু এখন পয়েন্ট তালিকার দুইয়ে আছি। শারীরিকভাবে চেষ্টা করছি শতভাগ ফিট হওয়ার জন্য। কোচ যদি মনে করে দলে আমাকে রাখবে, তবে আমার সেই যোগ্যতা আছে। দেশের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতার জন্যই আমি ক্যাম্পে ফিরেছি।’

প্রথম লেগ সম্পর্কে মামুনের রয়েছে স্পষ্ট ব্যাখ্যা, ‘আমি টিভিতে খেলা দেখেছি। দল ভালো খেলেছে কিন্তু সুযোগ পেয়েও গোল করতে পারেনি। ফুটবল গোলের খেলা, যে গোল পাবে সেই জিতবে। আমরা ভালো খেলেছি, যদিও মাঠ ভালো ছিল না।’

আর অ্যাওয়ে ম্যাচ নিয়ে তার মন্তব্য, ‘ভুটানে সহজ হবে না ম্যাচটা। সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে, খেলা আবার টার্ফে। তবে আমাদের বেশকিছু দ্রুতগতির খেলোয়াড় আছে; রুবেল মিয়া, জুয়েল রানা, ইব্রাহিম, জাফর-এরা যদি কাউন্টার অ্যাটাকে গোল করে তবে ম্যাচে আমরাই জিতবো।’

বাংলাদেশ সময়: ৯:৫৯:৫০   ৪৫৪ বার পঠিত