মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬
মন্ত্রিপরিষদ বৈঠকে দু’টি শোক ও তিনটি অভিনন্দন প্রস্তাব গৃহীত
Home Page » জাতীয় » মন্ত্রিপরিষদ বৈঠকে দু’টি শোক ও তিনটি অভিনন্দন প্রস্তাব গৃহীতবঙ্গ-নিউজঃ মন্ত্রিসভার বৈঠক
মন্ত্রিপরিষদ বৈঠকে দু’টি শোক ও তিনটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ প্রস্তাবগুলো গৃহীত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, ‘গাজীপুরের টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৯ জন নিহত ও ৩৬ আহত হওয়ায় এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে মোট দু’টি শোক প্রস্তাব গৃহীত হয়েছে মন্ত্রিপরিষদ বৈঠকে।
এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পাওয়ায় দুটি এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়া একটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
বাংলাদেশ সময়: ৯:১২:০৫ ৩৬৬ বার পঠিত