রবিবার, ২ অক্টোবর ২০১৬

ছাত্রীর শ্লীলতাহানীতে সহযোগিতা, শিক্ষিকার অপসারণ দাবি

Home Page » প্রথমপাতা » ছাত্রীর শ্লীলতাহানীতে সহযোগিতা, শিক্ষিকার অপসারণ দাবি
রবিবার, ২ অক্টোবর ২০১৬



33.jpg
বঙ্গ-নিউজঃ ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর কামরুল হুদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত সহকারী গ্রন্থাগারিক-ক্যাটালগার শিক্ষিকা শরিফা খাতুনের বিরুদ্ধে এক ছাত্রীকে অসামাজিক কাজে ঠেলে দেয়ার ঘটনায় ওই শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রীরা।

রোববার বেলা ১১টার দিকে ওই শিক্ষিকার অপসারণের দাবিতে স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় ছাত্রীরা অভিযোগ করে বলেন, শিক্ষিকা শরীফা সম্প্রতি স্কুলের এক ছাত্রীকে প্রলোভন দেখিয়ে রংপুর নিয়ে যায়। পরে একটি আবাসিক হোটেলে নিয়ে যায় ওই ছাত্রীকে। এ সময় কাজের কথা বলে ওই শিক্ষিকা ছাত্রীকে রেখে বের হয়ে যায়। হঠাৎ হোটেলের ভেতরে দু যুবক ঢুকে ছাত্রীর সঙ্গে অশ্লালীন কার্যকলাপের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে এ সময় আশেপাশের মানুষ ছুটে আসলে ওই ২ ব্যক্তি পালিয়ে যায়। পরে উদ্ধার করে ওই ছাত্রীকে বাসায় নিয়ে যাওয়া হয়।

পরে পরিবারের পক্ষ থেকে স্কুলে গ্রন্থাগারিক শিক্ষিকার বিরুদ্ধে প্রধান শিক্ষক বরাবরে লিখিত অভিযোগ করা হয়। লিখিত অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে স্কুল কমিটি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, তদন্ত কমিটির কাছে অপরাধ স্বীকার করে শিক্ষিকা ক্ষমা প্রার্থনা করেন।

কিন্তু শিক্ষিকা শরিফা অপরাধ স্বীকার করার পরও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ না করায় শিক্ষার্থীরা তার শাস্তি চেয়ে মানববন্ধন পালন করে।

জানা গেছে, ইতোপূর্বে ওই শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করলে জেলা শিক্ষা অফিসার তাদের দ্রুত সমাধানের আশ্বাস দেন। কিন্তু দুমাস অতিবাহিত হলেও কোনো সমাধান না পাওয়ায় শিক্ষার্থীরা আবার নতুন করে আন্দোলন শুরু করছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:২৯   ৪৪৭ বার পঠিত