রবিবার, ২ অক্টোবর ২০১৬

সম্মেলনে আত্মপ্রচার চলবে না: ওবায়দুল কাদের

Home Page » জাতীয় » সম্মেলনে আত্মপ্রচার চলবে না: ওবায়দুল কাদের
রবিবার, ২ অক্টোবর ২০১৬



10.jpg
বঙ্গ-নিউজঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্মেলনে কোনো ধরনের আত্মপ্রচার চলবে না। কেউ নিজের নাম দিয়ে, ছবি দিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট বা বিলবোর্ড করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আসন্ন সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকদের সংখ্যা ১০০-এর মধ্যে রাখা হবে বলেও জানিয়েছেন দলের এ প্রেসিডিয়াম সদস্য।

শনিবার রাজধানীর ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির বৈঠকে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‍আমাদের এ সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। যেখানে কমিটির পরিধি আগের চেয়ে সাত-আটজন বাড়বে। কমিটির কার্যনির্বাহীতে ৮১ কিংবা ৮৩ হবে। তবে উপকমিটির সহসম্পাদক ১০০-এর মধ্যে রাখা হবে।’

বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকের সংখ্যা ৫৩৯ আছে বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

দপ্তর উপকমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের আরো বলেন, আমরা চূড়ান্তভাবে ঠিক করেছি ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর সারা দেশ থেকে আসবেন। এর বাইরে কতজন ডেলিগেটর জেলা পর্যায় থেকে আসবেন, সেটা আগামী এক সপ্তাহের মধ্যে জেলা সভাপতি সাধারণ সম্পাদকগণ আমাদের কাছে তালিকা দেবেন।

এ সময় সম্মেলনকে সফল করার লক্ষ্যে দপ্তর উপকমিটি আটটি বুথ করে আটজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান দপ্তর উপকমিটির আহ্বায়ক।

এ পর্যন্ত ২১টি জেলার কাউন্সিলরদের নামের তালিকা হাতে পেয়েছেন জানিয়ে তিনি আরো বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বাকি জেলাগুলো কাউন্সিলর ও ডেলিগেটদের তালিকা দিতে হবে। এই সম্মেলনে ৭০টি সাংগঠনিক জেলা কাউন্সিলরদের তালিকা দেবেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন দপ্তর উপকমিটির সদস্যসচিব আবদুস সোবহান গোলাপ, কমিটির সদস্য আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০:৫৮:২৬   ৩৬৮ বার পঠিত