শনিবার, ১ অক্টোবর ২০১৬
ভাবি হত্যায় দেবরকে ফাঁসি
Home Page » প্রথমপাতা » ভাবি হত্যায় দেবরকে ফাঁসিবঙ্গ-নিউজঃ লক্ষ্মীপুর সদর উপজেলার লামছড়ি এলাকায় ভাবি সুলতানা বেগম ফেরদৌসী হত্যার দায়ে দেবর বেলাল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাসেম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন বিষটি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন লক্ষ্মীপুর পৌর এলাকার লামচরি গ্রামের মজিবুল হক মুন্সির ছেলে।
খালাসপ্রাপ্তরা হলেন- নিহত ফেরদৌসীর স্বামী মনির হোসেন, শ্বাশুড়ি সুফিয়া বেগম, দেবর রুবেল ও ননদ শিল্পি বেগম।
মামলার বিবরণে জানা গেছে, যৌতুকের দাবিতে ২০১০ সালে ২৩ নভেম্বর দুপুরে শ্বশুর বাড়ির রান্নাঘরে গৃহবধূ সুলতানা বেগম ফেরদৌসীকে গলাকেটে হত্যা করা হয়। ওই ঘটনায় গৃহবধূর বাবা হারুনুর রশিদ দেবর বেলাল হোসেনকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার রায় ঘোষণা করা হয়
বাংলাদেশ সময়: ১১:১৪:২০ ২৮২ বার পঠিত