শনিবার, ১ অক্টোবর ২০১৬
এবার পাকিস্তান সীমান্তে ইরানের হামলা
Home Page » এক্সক্লুসিভ » এবার পাকিস্তান সীমান্তে ইরানের হামলাবঙ্গ নিউজ ঃ বৃহস্পতিবার কাশ্মিরের পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছিলো ভারত। এবার পাক সীমান্তে আঘাত হানলো ইরান। বুধবার বালুচিস্তান সীমান্ত দিয়ে হামলা চালিয়েছে ইরানি সেনারা। এমনটাই দাবি করেছে বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম।
তবে এই হামলা নিয়ে পাকিস্তান সরকার এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। বেলুচিস্তান প্রদেশের এক সরকারি কর্মকর্তা জানান, ইরানি সেনাবাহিনীর ছোড়া মর্টার পানজুর জেলায় আঘাত এনেছে।
সব মিলিয়ে তিনটি মর্টার শেল ছোঁড়া হয়। এই তিন মর্টার শেলের মধ্যে একটি সীমান্তে থাকা পাকিস্তান সেনা চৌকির কাছে আঁছড়ে পড়ে।
৯০০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে পাকিস্তান ও ইরানের মধ্যে। এই ঘটনার পর বালুচিস্তানে ইরান সীমান্তে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করেছে পাকিস্তান।
বাংলাদেশ সময়: ০:১৪:৫৭ ৩৫৪ বার পঠিত