শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬
রাজধানীতে বেড়েছে সব ধরনের সবজির দাম
Home Page » অর্থ ও বানিজ্য » রাজধানীতে বেড়েছে সব ধরনের সবজির দামবঙ্গ-নিউজঃসপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে সীম, বেগুন ও পটলসহ প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
ক্রেতারা বলছেন, একশ্রেণীর বাজার সিন্ডিকেটের কারণে রাজধানীর কাঁচাবাজারে প্রতিনিয়ত বাড়ছে সবজির দাম।
এ অবস্থায় অন্তত ছুটির দিনে বাজার মনিটরিংয়ের দাবি তাদের। অন্যদিকে, ইলিশের দাম কিছুটা বাড়লেও কমেছে অন্যান্য মাছের দাম।
সাপ্তাহিক ছুটির দিনে নিজেদের পছন্দের পণ্যটি পেতে সাত সকালে কাঁচাবাজারে ভিড় জমান, নগরবাসী। আর তাই বাড়তি চাহিদার কারণে অন্যান্য দিনের তুলনায় সবজির দামে বেশ তারতম্য দেখা যায়।
মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা গেল, মানভেদে বেগুন কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। সীম ও টমেটো কেজিতে ২০ টাকা বেড়ে যথাক্রমে বিক্রি হচ্ছে ১২০ ও ১০০ টাকায়।
তবে গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচ কেজিতে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
সবজির দাম বাড়ার পেছনে, বাড়তি চাহিদার বিপরীতে যোগানের স্বল্পতাকে দায়ী করলেন, বিক্রেতারা।
সবজির বাজারে উত্তাপ থাকলেও কিছুটা স্বস্তি রয়েছে মাছের বাজারে। ইলিশ মাছ আকারভেদে হালিতে ১০০ টাকা বাড়লেও মলা, সরপুটি ও রুইসহ অন্যান্য মাছ কেজিতে ১০ থেকে ২০ টাকার মতো কমেছে।
মাছের পাশাপাশি ব্রয়লার মুরগী কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। আর গরু ও খাসির গোসত বিক্রি হচ্ছে যথাক্রমে ৪২০ ও ৬৫০ টাকা কেজি দরে।
বাংলাদেশ সময়: ২০:৪৫:৫১ ৪৯০ বার পঠিত