শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬
১২৫ দেশে ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
Home Page » অর্থ ও বানিজ্য » ১২৫ দেশে ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
বঙ্গ-নিউজঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধ ও এর কাঁচামাল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের ১২৫ দেশে রপ্তানি করা হচ্ছে।
তিনি বলেন, ওষুধ শিল্পে জিএমপি অনুশীলনে অগ্রগতি ও উৎপাদিত ওষুধ আন্তর্জাতিক মান-সম্পন্ন বিধায় রপ্তানি আগামী দিনে আরো বাড়বে।
তিনি বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য মোঃ আব্দুল মতিনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ওষুধ আমদানিকারক দেশের পরিবর্তে রপ্তানিক দেশ হিসেবে গৌরব অর্জন করেছে। দেশীয় চাহিদার শতকরা প্রায় ৯৮ ভাগেরও বেশি ওষুধ বর্তমানে স্থানীয়ভাবে উৎপাদিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধ বিদেশে রপ্তানির লক্ষ্যে উৎপাদনকারীদের উৎসাহ বৃদ্ধিকল্পে সরকার বদ্ধপরিকর। সরকার এ ব্যাপারে উৎপাদনকারীদের প্রতিনিয়ত সুবিধাদি প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন, সরকার ওষুধের রপ্তানির বাজার সম্প্রসারণের লক্ষ্যে দেশের ঔষধ শিল্প সমিতি, রপ্তানি উন্নয়ন ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বৈদেশিক মিশন, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের সঙ্গে যৌথভাবে মতবিনিময়সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এছাড়া ওষুধ রপ্তানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারের তরফ থেকে বিভিন্ন দেশে প্রতিনিধি পাঠানোর মাধ্যমে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকগণের সঙ্গে মতবিনিময়কালেও ওষুধ রপ্তানির বিষয়টি তুলে ধরা হচ্ছে বলে সংসদে জানান স্বাস্থ্যমন্ত্রী।
সরকারি দলের সদস্য মোঃ ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ওষুধ প্রস্তুতকারী কারখানাগুলোর কার্যক্রম এবং তাদের উৎপাদিত ওষুধের গুণগতমান নিয়ন্ত্রণের জন্য সরকারের বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান রয়েছে।
তিনি বলেন, জীবন রক্ষাকারী নকল ওষুধ উৎপাদন ও বিক্রয়কারীদের বিরুদ্ধে ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রধান কার্যালয় ও জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাগণ প্রতিদিন ওষুধের নকল বা ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে।
বাংলাদেশ সময়: ২০:৪২:২৪ ৩৫১ বার পঠিত