শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬

অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ফ্ল্যাটের প্রকল্প

Home Page » আজকের সকল পত্রিকা » অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ফ্ল্যাটের প্রকল্প
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬



10.jpg বঙ্গ-নিউজঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধার সংখ্যানুপাতে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ প্রকল্প প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মহিলা আসনের এমপি সেলিনা বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মাননীয় মন্ত্রী।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এদিন দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের কাজ বিকেল ৫টার পর শুরু হয়।

যশোর-২ আসনের এমপি মো. মনিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদকে জানান, দেশের শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ’ শীর্ষক ২২৭ কোটি ৯৭ লাখ টাকার একটি প্রকল্প চলমান রয়েছে।

মহিলা আসনের এমপি নুরজাহান বেগমের আরেক প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক জানান, ‘ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ’ শীর্ষক প্রকল্পে ইতিমধ্যে ২ হাজার ৫৪১টি ইউনিট নির্মাণের জন্য অনুমোদিত হয়েছে। এ প্রকল্পের আওতায় এ পর্যন্ত এক হাজার ৭৫৫টি বাসস্থানের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। ৭২৪টি বাসস্থানের নির্মাণ কাজ চলমান রয়েছে এবং ৬২টি বাসস্থান নির্মাণের জন্য দরপত্র বিজ্ঞপ্তি জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রী আরও বলেছেন, বর্তমান সরকার সারাদেশে মুক্তিযুদ্ধকালীন সম্মুখ যুদ্ধের স্থান ও বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছে। সারাদেশে যুদ্ধকালীন সম্মুখ যুদ্ধের স্থান ও বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের লক্ষে নানা প্রকল্প অনুমোদনের পর্যায়ে রয়েছে।

মহিলা আসনের এমপি দিলারা বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে একথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

মোজাম্মেল হক আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী হানাদার বাহিনীর গণহত্যায় ব্যবহৃত বধ্যভূমিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পসমূহ অনুমোদন হলে অতি শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করা যায়।

বাংলাদেশ সময়: ২০:৩৫:৪৭   ২৮৫ বার পঠিত