শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬
সাংবাদিকদের সঙ্গে ইবি ভিসির মতবিনিময়
Home Page » প্রথমপাতা » সাংবাদিকদের সঙ্গে ইবি ভিসির মতবিনিময়বঙ্গ-নিউজঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী।
রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ভিসির সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে বিভিন্ন বিভাগের সেশন জট নিরসন, আর্থিক ও প্রশাসনিক অনিয়ম, ব্যয় সংকোচ, বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি, একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেটসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে আলোচনা করেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড.আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিসি প্রফেসর ড. হারুন-উর-রাশিদ আসকারী বলেন, “তারুণ্য আমার প্রেরণা, তারুণ্যের জুটি সফল হতে বাধ্য। বর্তমান প্রশাসন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করার চেষ্টা করে আসছে। এছাড়া, বর্তমান প্রশাসন এই বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার বুক ভরা স্বাদ এবং স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে। সকলের আন্তরিকতা ও সহযোগিতা পেলে বিশ্ববিদ্যালয়কে আর্ন্তজাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করার সুজোগ পাব।”
বাংলাদেশ সময়: ২০:২৩:৫৮ ২৬৭ বার পঠিত