শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেয়নি রাশিয়া, বোমা হামলা চলবে

Home Page » প্রথমপাতা » যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেয়নি রাশিয়া, বোমা হামলা চলবে
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬



russ-attack.jpgবঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে সিরিয়ার আলেপ্পো শহরের উত্তরাঞ্চলে বোমা হামলা বন্ধ করবে না বলে জানিয়েছে রাশিয়া। মস্কো বোমা হামলা চালিয়ে যাওয়ার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ বিমানবাহিনী সিরিয়ার সশস্ত্র বাহিনীকে সমর্থন দিয়ে যাবে।

এদিকে গত বুধবার যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি উচ্চারন করে জানায় যে, বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার আলেপ্পো শহরের উত্তরাঞ্চলে মস্কো বোমা হামলা বন্ধ না করলে সিরিয়া সংক্রান্ত সমস্ত আলোচনা তারা বন্ধ করে দিবে।

এই পরিপ্রেক্ষিতে রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র সহযোগিতা বন্ধ করে দিলে তা হবে সিরিয়ার বিদ্রোহী সন্ত্রাসীদের জন্য অভাবনীয় এক উপহার।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা যে কোনো সময় স্থগিত করে দিতে পারে ওয়াশিংটন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, পরবর্তীতে এর ফল ভালো হবে না।

উল্লেখ্য, গত সপ্তাহে বিদ্রোহীদের সাথে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক বোমা হামলা চালায় রাশিয়া ও সিরিয়া।

বাংলাদেশ সময়: ১৮:১৮:২২   ২৭৪ বার পঠিত