বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬
রাজধানীতে কমেছে সবজির দাম
Home Page » অর্থ ও বানিজ্য » রাজধানীতে কমেছে সবজির দামবঙ্গ-নিউজঃ ঈদের পর রাজধানীর কাঁচাবাজারে বেগুন, কাঁচামরিচ ও গাজর টমেটোর দাম বাড়লেও কমেছে, শসা, পটলসহ বেশকিছু সবজির দাম।
বিক্রেতারা বলছেন, অতি বৃষ্টির কারণে সরবরাহ কমায় কিছু সবজির দাম বাড়তি।
এদিকে বিক্রেতাদের দাবি অনুযায়ী, গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে রুই, কই ও মলা মাছ অধিকাংশ মাছ। তবে কমেছে ইলিশের দাম। ইলিশের পাশাপাশি ব্রয়লার মুরগি কেজিতে কমেছে ১০ টাকা।
বাজার ঘুরে দেখা গেল, বেগুন, পটল ঢেঁড়স, কাঁকরোলসহ সরবরাহ কমতি নেই কোনো সবজির। এরপরও সপ্তাহের ব্যবধানে বেগুন, গাজর ও টমেটো কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। তবে কমেছে শসা, পটলসহ বেশকিছু সবজির দাম।
তবে ক্রেতাদের দাবি কমেনি কোনো সবজির দাম।
এদিকে ঈদের পর ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে কই, মলা ও রুইসহ অন্যান্য মাছ। ইলিশ মাছ আকারভেদে হালিতে প্রায় ১০০ টাকা কমেছে।
মাছের পাশাপাশি ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
এ ছাড়া গরুর মাংস ৪২০ এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি দরে।
বাংলাদেশ সময়: ৯:৫০:২৮ ২৩৪ বার পঠিত