রাজধানীতে কমেছে সবজির দাম

Home Page » অর্থ ও বানিজ্য » রাজধানীতে কমেছে সবজির দাম
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬



বঙ্গ-নিউজঃ 17.jpgঈদের পর রাজধানীর কাঁচাবাজারে বেগুন, কাঁচামরিচ ও গাজর টমেটোর দাম বাড়লেও কমেছে, শসা, পটলসহ বেশকিছু সবজির দাম।

বিক্রেতারা বলছেন, অতি বৃষ্টির কারণে সরবরাহ কমায় কিছু সবজির দাম বাড়তি।

এদিকে বিক্রেতাদের দাবি অনুযায়ী, গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে রুই, কই ও মলা মাছ অধিকাংশ মাছ। তবে কমেছে ইলিশের দাম। ইলিশের পাশাপাশি ব্রয়লার মুরগি কেজিতে কমেছে ১০ টাকা।

বাজার ঘুরে দেখা গেল, বেগুন, পটল ঢেঁড়স, কাঁকরোলসহ সরবরাহ কমতি নেই কোনো সবজির। এরপরও সপ্তাহের ব্যবধানে বেগুন, গাজর ও টমেটো কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। তবে কমেছে শসা, পটলসহ বেশকিছু সবজির দাম।

তবে ক্রেতাদের দাবি কমেনি কোনো সবজির দাম।

এদিকে ঈদের পর ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে কই, মলা ও রুইসহ অন্যান্য মাছ। ইলিশ মাছ আকারভেদে হালিতে প্রায় ১০০ টাকা কমেছে।

মাছের পাশাপাশি ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

এ ছাড়া গরুর মাংস ৪২০ এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি দরে।

বাংলাদেশ সময়: ৯:৫০:২৮   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ