বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬
অর্থ আত্মসাতের মামলায় সিটি ব্যাংকের ৩ কর্মকর্তা গ্রেপ্তার
Home Page » আজকের সকল পত্রিকা » অর্থ আত্মসাতের মামলায় সিটি ব্যাংকের ৩ কর্মকর্তা গ্রেপ্তারবঙ্গ-নিউজঃ গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে সিলেটের সিটি ব্যাংক জিন্দাবাজার শাখার চাকুরিচ্যূত তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার নগরীরর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক রেভা হালদার জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই শাখার বরখাস্ত ব্যবস্থাপক মুজিবুর রহমান, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন ও কাস্টমার সার্ভিস অফিসার সাজ্জাদুর রহমান।
দুদক কর্মকর্তা রেভা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৮ সালে সৈয়দ আখলাক মিয়া নামে এক ব্রিটেন প্রবাসী গ্রাহকের হিসাব থেকে প্রায় ২০ লাখ টাকা আত্মসাত করেন তারা। এ ঘটনায় ব্যাংকের সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়।
“তদন্তে তাদের জড়িত থাকার প্রমাণ পেয়ে দুদকের বিশেষ দল মুজিবুরকে নগরীরর বাগবাড়ি, সাজ্জাদুরকে জিন্দাবাজার ও গিয়াসকে বন্দরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।”
বাকি চারজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩:৫৩:১৬ ২৫৮ বার পঠিত