সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬
‘দুর্ভাগ্য রিয়ালের
Home Page » আজকের সকল পত্রিকা » ‘দুর্ভাগ্য রিয়ালের
দুই দফা এগিয়ে গিয়েও লাস পালমাসের সঙ্গে ড্র করায় নিজেদের দুর্ভাগা ভাবছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড গ্যারেথ বেল। তবে কোচ জিনেদিন জিদান মনে করেন মনোযোগের অভাবে জয়টা হাতছাড়া হয়েছে।
হোঁচট খেয়েও বার্সাকে ছাড়িয়ে শীর্ষে রিয়াল
লা লিগার ম্যাচে গত শনিবার লাস পালমাসের সঙ্গে ২-২ ড্র করে রিয়াল। অবশ্য হোঁচট খেলেও ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পেয়েছে জিদানের দল। শীর্ষে ফিরলেও লাস পালমাসের বিপক্ষে জিততে না পারায় হতাশ বেল।
“আমরা জিততে পারিনি, আমরা হতাশ। লিগে এখনও আমরা অপরাজিত কিন্তু গুরুত্বপূর্ণ হলো ৩ পয়েন্ট পাওয়া।”
এ ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে জানিয়ে বেল বলেন, “আমরা দুর্ভাগা; কিন্তু এটাই ফুটবল। এখন আমরা ডর্টমুন্ডের সঙ্গে খেলব এবং আমাদের ঘুরে দাঁড়াতে হবে।”
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল।
বেল রিয়ালকে দুর্ভাগা বললেও তা মানছেন না জিদান। মনোযোগের অভাবে সুযোগগুলো নষ্ট হয়েছে বলেই মনে করেন রিয়াল কোচ।
“খেলার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা করেছি, ভালো করেছি। আমরা ভালো ফুটবল খেলেছি এবং অনেক সুযোগ তৈরি করেছি। কিন্তু মনোযোগের অভাব ছিল। আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি কিন্তু সুযোগগুলোকে গোলে রূপ দিতে পারিনি। জয় আমাদের প্রাপ্য ছিল।”
বাংলাদেশ সময়: ২১:৩০:০৭ ৩২৭ বার পঠিত