শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬
ব্যাটিংয়েও দারুণ শুরু নিউজিল্যান্ডের
Home Page » ক্রিকেট » ব্যাটিংয়েও দারুণ শুরু নিউজিল্যান্ডেরকেন উইলিয়ামসন অপরাজিত ৬৫ রানে
ভারতকে সফরকারী দল মনে করলে ভুল হবে না! কানপুর টেস্টের দুই দিন শেষে ভারতের পারফরম্যান্সের চিত্রটা যে সেটাই বলছে। ঘরের মাঠে বিরাট কোহলিদের ওপর ছড়ি ঘোরাচ্ছে যে নিউজিল্যান্ডই। বোলিংয়ের পর ব্যাটিংয়েও উজ্জ্বল কিউইরা। ভারতকে ৩১৮ রানে অলআউট করে তারা দ্বিতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ১৫২ রানে। হাফসেঞ্চুরি পূরণ করে তৃতীয় দিনের খেলা শুরু করবেন কেন উইলিয়ামসন (৬৫*) ও টম ল্যাথাম (৫৬)।
৯ উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ভারত ২৭ রান যোগ করে হয় অলআউট। রবীন্দ্র জাদেজা অপরাজিত ছিলেন ৪২ রানে। এর পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে ভারতের ওপর চাপ প্রয়োগ করে খেলতে থাকে নিউজিল্যান্ড। মার্টিন গাপটিলকে ২১ রানে ফিরিয়ে উমেশ যাদব আশা জাগালেও উইকেট উৎসবের ওটাই শেষ দৃশ্য হয়ে থাকে ভারতের। বৃষ্টি বাগড়া না দিলে নিউজিল্যান্ডের রান আরও অনেক দূরই এগিয়ে যেতে পারতো উইলিয়ামসন-ল্যাথামের জুটিতে।
গাপটিল আউট হওয়ার পর ক্রিজে আসা অধিনায়ক উইলিয়ামসন ধরেন হাল। যোগ্য সঙ্গ পেয়েছেন তিনি ল্যাথামের কাছ থেকে। ঠান্ডা মাথায় ব্যাটিং করে বাড়িয়ে নিয়েছেন স্কোর। ভারতীয় বোলারদের সুযোগই দেননি কোনও। দ্বিতীয় উইকেট জুটিতে ১১৭ রান যোগ করে আছেন অবিচ্ছিন্ন। এর মাঝে হাফসেঞ্চুরিও পূরণ করে নিয়েছেন তারা। দিন শেষে ৬৫ রানে অপরাজিত থাকা উইলিয়ামসন তার ১১৫ বলের ইনিংসটি সাজিয়েছেন ৭ চারে। আর ১৩৭ বলে হার না মানা ৫৬ রান করার পথে ল্যাথাম বাউন্ডারি মেরেছেন ৫টি।
বাংলাদেশ সময়: ২:১২:০১ ৩৮৮ বার পঠিত