বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬
নিয়ন্ত্রণের বাইরে চীনের মহাকাশ স্টেশন, আছড়ে পড়বে পৃথিবীতে
Home Page » এক্সক্লুসিভ » নিয়ন্ত্রণের বাইরে চীনের মহাকাশ স্টেশন, আছড়ে পড়বে পৃথিবীতেবঙ্গ-নিউজঃ পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে চীনের প্রথম মহাকাশ স্টেশন তিয়ানগোং-১। আগামি বছর এটি কক্ষচ্যুত হয়ে পৃথিবীর বুকে আছড়ে পড়বে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া।এদিকে প্রথম মহাকাশ স্টেশন তিয়ানগোং-১ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে বেইজিং। ২০১৭ সালের শেষ দিকে এটি পৃথিবীর দিকে আসতে শুরু করবে বলে জানায় কর্তৃপক্ষ। তবে পৃথিবীর ঠিক কোথায় এটি আছড়ে পড়বে সে ব্যাপারে তারা নিশ্চিত নন।
চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচীর উপ পরিচালক উ পিং শিনহুয়াকে বলেন, নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর এটিকে কক্ষচ্যুত করার কথা ছিলো। কিন্তু এটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর এই মহাকাশ স্টেশনটিকে মহাশূন্যে পাঠানো হয়েছিলো। স্টেশনটির ওজন ছিলো আট টন। এটি লম্বায় ১০.৪ মিটার এবং মূল অংশের ব্যাসার্ধ ছিলো ৩.৩৫ মিটার।
শুরুতে চীনা কর্তৃপক্ষ জানিয়েছিলো, মেয়াদ শেষে এটিকে কক্ষচ্যুত করার পর মহাসাগরে ফেলে দেয়া হতো অথবা এটি নিজেই পৃথিবীর আবহমণ্ডলে ঢোকার পর পুড়ে ছাই হয়ে যেতো। কিন্তু এখন ব্যাপারটি সম্পূর্ণ পালটে গেছে। এটি কখন পৃথিবীর কোন অঞ্চলে আছড়ে পড়বে সে বিষয়ে এখনো কেউ নিশ্চিত নয়।
চীনা কর্মকর্তারা বলছেন, তারা তিয়ানগোং-১’র ওপর সতর্ক নজর রাখছেন। এটি আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিলে সবাইকে সতর্ক করা হবে।
তবে উ পিং বলেছেন, আমরা হিসেব ও বিশ্লেষণ করে দেখেছি যে, মহাকাশ স্টেশনটি আবহমণ্ডল দিয়ে তীব্র গতিতে নামার সময় বায়ুর সঙ্গে প্রচণ্ড ঘর্ষণের সৃষ্টি হবে। এতে স্টেশনটির বেশির ভাগ অংশই জ্বলে-পুড়ে নিঃশেষ হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ২৩:৩০:১৪ ৩৫৮ বার পঠিত