বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬
উত্তর কোরিয়ার সীমান্তে মার্কিন বোমারু বিমান
Home Page » প্রথমপাতা » উত্তর কোরিয়ার সীমান্তে মার্কিন বোমারু বিমানবঙ্গ-নিউজঃ উত্তর কোরিয়ার সীমান্তের খুব কাছ দিয়ে দুটি মার্কিন বোমারু বিমান দেখা গেছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। জানা গেছে, উল্লেখিত বিমানটি শব্দের চেয়ে বেশি গতিতে উড়তে পারে এবং তা পরমাণু বোমা বহনে সক্ষম।এই খবর সবার আগে প্রকাশ করে দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি সংবাদ মাধ্যম। তাতে বলা হয়, এক সঙ্গে দুটি বিমান উড়ে যাওয়ার এই ঘটনায় উদ্বিগ্ন উত্তর কোরিয়া।
সংবাদ মাধ্যমটি বলছে, বিমানটি উত্তর কোরিয়ার সীমান্ত এলাকার বেসামরিক এলাকা দিয়ে উড়ে যায়। কিছুদিন আগে পরমাণু বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এরপর আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক আরো অবনতি হয়। ওই পরিস্থিতির কদিন পরই কোরিয়া সীমান্তে বিমান নিয়ে উড়লো মার্কিনিরা।
উত্তর কোরিয়ার সামরিক পদক্ষেপ সমুহের কড়া সমালোচনা করে আমেরিকা ও তাদের প্রতিবেশি দক্ষিণ কোরিয়া। জানা গেছে, পরমাণু বোমা নিষ্ক্রীয় করার কম্পিউটার ভিত্তিক একটি পদক্ষেপে এক সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
বাংলাদেশ সময়: ২৩:২৩:৫০ ৩৬৮ বার পঠিত