মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬
রিজার্ভ চুরি: দেড় কোটি ডলার ফেরত দিচ্ছে ফিলিপাইন
Home Page » অর্থ ও বানিজ্য » রিজার্ভ চুরি: দেড় কোটি ডলার ফেরত দিচ্ছে ফিলিপাইনবঙ্গ-নিউজ:বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশকে দেড় কোটি ডলার দেয়ার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের আদালত। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের রিজার্ভের আট কোটি ডলার ফিলিপাইনের একটি ব্যাংকে চলে যায়।আট কোটি ডলার থেকে বেশির ভাগ টাকাই বেহাত হয়ে যায়। কিন্তু ফিলিপাইনের ব্যাংকটি দেড় কোটি ডলার শেষ পর্যন্ত উদ্ধার করতে সমর্থ হয়। সেটাই বাংলাদেশকে ফেরত দিতে বলা হয়েছে।
বাংলাদেশের রিজার্ভ চুরির ওই ঘটনা সারা বিশ্বে তোলপাড় ফেলে দেয়। ওই ঘটনার জেরে চাকরি হারান বাংলাদেশের ব্যাংকের তৎকালীণ গভর্নর আতিউর রহমান। চাকরি যায় বাংলাদেশ ব্যাংকের আরো কয়েকজন কর্মকর্তার। ঘটনার সঙ্গে স্যতিকার অর্থে কারা সংশ্লিষ্ট, তা নিয়ে দেখা দেয় নানামুখী গুঞ্জন।
ধারণা করা হয়, আট কোটি ডলারের বেশির ভাগ অর্থই জুয়ার টেবিলে চলে গেছে। এর মধ্যেই দুই কোটি ডলার জব্দ হয়েছে বলে কিছুদিন আগে খবর বের হলেও তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এবং আদালতেও বিষয়ে কোনো সুরাহা হয়নি।
রিজার্ভ চুরির এই ঘটনার মূলহোতা কারা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি। তবে এ নিয়ে এখনো কাজ চলছে বলে জানা গেছে
বাংলাদেশ সময়: ১:১০:১৫ ৩৬১ বার পঠিত