বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৬

ইস্কাটন থেকে মগবাজার রেলগেইট ফ্লাইওভার প্রস্তুত

Home Page » প্রথমপাতা » ইস্কাটন থেকে মগবাজার রেলগেইট ফ্লাইওভার প্রস্তুত
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৬



eskaton-to-mogbazar-railgate-flyover-ready.jpgবঙ্গ-নিউজঃ ইস্কাটন থেকে মগবাজার রেলগেইট পর্যন্ত এক কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার উদ্বোধনের জন্য প্রস্তুত বলে জানা গেছে। আজ স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সড়কটি উদ্বোধন করেছেন।এর আগে এই ফ্লাইওভারের প্রথম অংশ, সাতরাস্তা থেকে মগবাজার রমনা থানা পর্যন্ত অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইস্কাটন থেকে মগবাজার রেলগেইট হলো ফ্লাইওভারটির দ্বিতীয় অংশ। এটি যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে আজ থেকে। ফ্লাইওভারটির বাকি অংশ, মগবাজার রেলগেইট থেকে মৌচাক- রামপুরা পর্যন্ত দীর্ঘ হবে। যার কাজ এ বছরেই শেষ হওয়ার কথা।

ধারণা করা হয়, দীর্ঘ এই ফ্লাইওভারটির কাজ শেষে ঢাকার সাতরাস্তা, মগবাজার, মৌচাক এলাকার যানজট পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।

বাংলাদেশ সময়: ১৭:০৫:২৭   ৫৪০ বার পঠিত