বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০১৬
জঙ্গিবাদের বিরুদ্দে সোচ্চার হোন, ঈদের শুভেচ্ছায় প্রধানমন্ত্রী
Home Page » জাতীয় » জঙ্গিবাদের বিরুদ্দে সোচ্চার হোন, ঈদের শুভেচ্ছায় প্রধানমন্ত্রীবঙ্গ-নিউজঃ জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ দেশের সমস্যা নয়। এটি বৈশ্বিক এবং এক বিরাট সমস্যা। যার যার অবস্থান থেকে এই সমস্যার সমাধান করতে হবে। আমি সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার অবস্থান গ্রহণ করার আহ্বান জানাই।’
রোজার ঈদে শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিলো। ফলে এবার নিরাপত্তা বাহিনীগুলো নিয়েছিলো বাড়তি নিরাপত্তা পদক্ষেপ। এবার আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে এবার আর আমরা কোনো দুর্ঘটনার খবর পাইনি। সবাই খুব ভালোভাবে ঈদের নামাজ আদায় করতে পেরেছেন। প্রত্যেকে চমৎকার ভূমিকা গ্রহণ করেছেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে গোয়েন্দা সংস্থা যথাসময়ে তথ্য দিয়ে সহায়তা করেছে।’
এ দিকে জাতিসংঘের ৭১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষ্যে দেশবাসীর দোয়া প্রার্থনা করেছেন তিনি। জানা গেছে, চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত দেশের বাইরে থাকবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১:৫৩:২৫ ৪৫৮ বার পঠিত