সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬
হজের খুতবা: সন্ত্রাসীদের কোন ধর্ম নেই, কোন দেশ নেই
Home Page » এক্সক্লুসিভ » হজের খুতবা: সন্ত্রাসীদের কোন ধর্ম নেই, কোন দেশ নেইবঙ্গ-নিউজঃ হজের খুতবায় মসজিদুল হারামের ইমাম শেখ আবদুল রহমান আল-সুদাইস বলেছেন, ‘সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই, কোনো দেশ নেই। সন্ত্রাসবাদীরা যেন তরুণদের বিভ্রান্ত করতে না পারে। সেজন্য মুসলিম পণ্ডিত, ধর্মীয় নেতা থেকে শুরু করে পরিবার প্রধানদের দায়িত্বশীল হতে হবে।’হজের মূল অনুষ্ঠান মক্কার আরাফাতের ময়দানে খুতবায় প্রখ্যাত এই আলেম এসব কথা বলেন। ধর্মীয় উগ্রতা পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানুষকে দ্বীনের পথে আনতে হবে সুন্দর হৃদয় দিয়ে। বলপ্রয়োগ করে ধর্ম প্রচার করা যাবে না। উগ্রতা পরিহার করতে হবে। ইসলাম প্রচারে সব মাধ্যম ব্যবহার করতে হবে। ইসলাম মানবতার ধর্ম, সহানুভূতির ধর্ম। ইসলাম গ্রন্থিত হয়েছে ন্যায়বিচার দ্বারা, সততা দ্বারা ও ভালো ব্যবহার দ্বারা। এটা আমাদের মানতে হবে।’
সৌদি আরবের সঙ্গে ইরানের দ্বন্দ্বের বিষয়ে শেখ আবদুল রহমান আল-সুদাইস বলেন, ‘নিজেদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, তার সমাধান করতে মুসলিম বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি সকল রাজনীতির উর্ধ্বে হজের মতো ধর্মীর অনুষ্ঠানকে রাখতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের আহ্বান জানান।
গণমাধ্যম সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সংবাদে মিথ্যা মেশাবেন না। মিথ্যা প্রচার করবেন না। সত্য গোপন করে মানুষকে বিভ্রান্ত করবেন না। মানবতার উপকার হয়, সমাজে শান্তি-স্বস্তি প্রতিষ্ঠিত হয় এমন বিষয় প্রচারের পাশাপাশি ইসলামি আদর্শ ও শিক্ষা প্রচার করবেন।’
যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ইসলামের প্রচার ঘটেছে তোমাদের মতো যুবকদের হাত ধরে। যৌবনে গা ভাসিয়ে চলবে না। অনেক তরুণ ইসলামের মূল শিক্ষা ভুলে ভিন্ন স্থান থেকে ভুল ইসলাম শিখছে। তাদের সঠিক ইসলামের পথে ফিরে আসতে হবে।’
দোয়ার মাধ্যমে থুতবা শেষ করেন শায়খ সুদাইস। তিনি শায়খ আবদুল আজিজ শায়খ-এর সুস্থ্যতার জন্য দোয়া করেন। আরাফাতের ময়দানে রোববার খুতবা এবং আজ সোমবার মক্কায় ফিরে পশু কোরবানির মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে।
বাংলাদেশ সময়: ১১:১৩:০৩ ৫২৫ বার পঠিত