সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬
মধ্যপ্রাচ্যে আজ ঈদ, আগামীকাল বাংলাদেশে
Home Page » মুক্তমত » মধ্যপ্রাচ্যে আজ ঈদ, আগামীকাল বাংলাদেশেবঙ্গ-নিউজঃ ইসলামের অন্যতম স্তম্ভ হজের কার্যক্রম শেষ করার পর আজই মধ্যপ্রাচ্যসহ ইউরোপের দেশগুলোর ধর্মপ্রাণ মুসলমানগণ পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করছেন। আর আগামীকাল ঈদের আনন্দে ভাসবেন বাংলাদেশিরা। উদযাপিত হবে মুসলিম উম্মাহর অন্যতম উৎসব পবিত্র ঈদ-উল-আজহা।জিলহজ মাসের দশম দিনে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে আজ মধ্যপ্রাচ্যসহ ইউরোপের দেশগুলোতে পালিত হচ্ছে ঈদ-উল-আজহা। আগামিকাল ভারত উপমহাদেশে ঈদ-উল-আজহা উদযাপিত হবে।
ইতোমধ্যে বাংলাদেশে ঈদ উদযাপনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের বিশেষ নামাজ পড়ার জন্য যথাযথ নিরাপত্তায় প্রস্তুত করা হয়েছে রাজধানীসহ দেশের সব ঈদগাহগুলোতে।
এ দিকে ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় পর্যায়ে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। সরকারি অফিসসহ দেশের প্রায় সব কর্মক্ষেত্রে ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক বন্ধ শুক্র-শনিবারের পর পর ঈদ হওয়ায় এবার সরকারি কর্মচারীরা ছয়দিনের দীর্ঘ বন্ধ পাচ্ছেন।
প্রতিবারের মতো এবারও আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াত সকাল আটটায় অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসলামি ফাউন্ডেশন। এর মধ্যে প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং সর্বশেষ জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১১:০৬:৩৮ ৪২৬ বার পঠিত