রবিবার, ১১ সেপ্টেম্বর ২০১৬
আজিমপুরে অভিযান: নিহত ১, আহত ৫ পুলিশ
Home Page » প্রথমপাতা » আজিমপুরে অভিযান: নিহত ১, আহত ৫ পুলিশবঙ্গ-নিউজঃ রাজধানীর আজিমপুরের বিডিআর- ২ নম্বর গেইটের কাছে একটি বাড়ির ‘সন্ত্রাসী আস্তানায়’ অভিযান চালিয়েছে পুলিশ। এতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পাঁচ সদস্য আহত হয়েছেন। মারা গেছেন একজন। তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নিঘটনাস্থল থেকে ২৫ বছর বয়সী শারমিন নামে এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে আরো তিন নারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জানা যায়, সন্ধ্যার পরপর বিডিআর- ২ নম্বর গেইটের কাছে কাওসারের বাড়ি বলে ছয়তলা এক ভবনে অভিযানে যায় পুলিশ। বাসাটির বেশিরভাগ কক্ষে ব্যাচেলরদের বাস।
ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার শাহাবুদ্দিন কোরেশি বলেন, ‘একজন যুবক মারা গেছেন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত অবস্থায় একজনসহ মোট তিন নারীকে গ্রেফতার করা হয়েছে। আহত নারীর অবস্থা শঙ্কটাপন্ন।’
জানা গেছে, আহত পাঁচ পুলিশের মধ্যে দুজন ছুরির আঘাতে আহত হয়েছেন। অন্যদের চোখে- মুখে মরিচ ছিটিয়ে দেয়া হয়েছে। আহত পুলিশদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। তারা হলেন- কনস্টেবল লাবলু জামাল (২০), রামচন্দ্র বিশ্বাস (১৯), শাহজাহান আলী (২৩), মাহতাব উদ্দিন (২১) ও জহির উদ্দিন (২১)।
বাংলাদেশ সময়: ২:২৯:২৫ ৩৮৪ বার পঠিত