বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০১৬
কোটি টাকার জাল নোটসহ আটক ৫
Home Page » প্রথমপাতা » কোটি টাকার জাল নোটসহ আটক ৫বঙ্গ-নিউজঃ বাংলাদেশ ব্যাংকের সাবেক এক কর্মীসহ পাঁচজনকে কোটি টাকার জাল নোট ও জালিয়াতির সরঞ্জামসহ আটক করেছে র্যাব।বুধবার রাতে ঢাকার জুরাইন ও বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র্যাব সদরদপ্তরের পরিচালক (আইন ও গণমাধ্যম শাখা) মুফতি মাহমুদ খান জানান।
র্যাব-১ এর একটি দল ওই অভিযান চালায়।
“তাদের কাছে কোটি টাকার জাল টাকা পাওয়া গেছে। এছাড়া নোট জালিয়াতির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
আটক বাংলাদেশ ব্যাংকের সাবেক সেই কর্মী কোন পদে চাকরি করতেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেননি তিনি।
বৃহস্পতিবার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান মুফতি মাহমুদ খান
দুই ঈদ সামনে রেখে প্রতি বছরই কেনাকাটার মৌসুমে নোট জালিয়াত চক্রের তৎপরতা বাড়ে। কোরবানির ঈদ সামনে রেখে এ বিষয়ে নজরদারি জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গত এক মাসে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ বেশ কয়েকজন পুলিশের হাতে ধরা পড়েছে।
কোরবানির পশুর হাটে বিপুল অংকের টাকা লেনদেনের সুযোগে কেউ যাতে জাল নোট বাজারে ছাড়তে না পারে, সেজন্য এবারও হাটে হাটে জালনোট শনাক্তকারী মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকার পল্টন ও কোতোয়ালি এলাকা থেকে নোট জালিয়াতি চক্রের আট সদস্যকে ৫২ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, আরও দুটি চক্র নোট জালিয়াতি করছে বলে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য আছে।
বাংলাদেশ সময়: ১০:৪৭:৪৪ ৩৭৭ বার পঠিত