রবিবার, ২ জুন ২০১৩
টিআইবি সংসদ বর্জন-বিরোধী আইন চায়
Home Page » প্রথমপাতা » টিআইবি সংসদ বর্জন-বিরোধী আইন চায়বঙ্গ-নিউজ ডটকমঃ বাংলাদেশের দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) বলছে, আইন করে সংসদ বর্জনের প্রবণতা বন্ধ করা উচিত।রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিরোধীদল গত দু’বছরের সাতটি অধিবেশনের মধ্যে ছয়টি অধিবেশনই পুরোপুরিভাবে বর্জন করেছে।
সম্পর্কিত বিষয়
তিনি বলেন, “সংসদ বর্জনের এই সংস্কৃতি সংসদীয় গণতন্ত্র চর্চায় বৈশ্বিক অভিজ্ঞতার ক্ষেত্রে অদ্বিতীয়। যা একদিকে যেমন বিব্রতকর, অন্যদিকে তেমনি জনগণের ভোট ও রায়ের প্রতি শ্রদ্ধাহীনতা।”
পাশাপাশি টিআইবি আইন করে দলীয় বা জোটগতভাবে সংসদ বর্জন নিষিদ্ধ, অনুপস্থিতির সময়সীমা ৯০ কার্যদিবেসের পরিবর্তে ৩০ কার্যদিবস এবং অনুমোদিত ছুটি ছাড়া একটানা সাত কার্যদিবসের বেশি অনুপস্থিত থাকা নিষিদ্ধ করার সুপারিশ করেছে।
এই বিষয়ে টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, একজন সংসদ সদস্যের দৈনিক সম্মানী ও সুযোগ-সুবিধার আর্থিক মূল্য কমপক্ষে ৩৫৫৮ টাকা।
এই হিসেবে নবম সংসদের প্রথম থেকে পঞ্চদশ অধিবেশন পর্যন্ত বিরোধীদলীয় সংসদ সদস্যদের সংসদ বর্জনে রাষ্ট্রের চার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:১৭:৫৪ ৩৯৯ বার পঠিত