সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬

তুরস্ককে বাংলাদেশের কড়া জবাব

Home Page » প্রথমপাতা » তুরস্ককে বাংলাদেশের কড়া জবাব
সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬



turkey-flag.jpgবঙ্গ-নিউজঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেমের বিষয়ে মন্তব্য করায় তুরস্ককে কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। এই ঘটনায় বাংলাদেশের লিখিত প্রতিক্রিয়া ঢাকায় অবস্থিত তুর্কি দূতাবাসে পৌঁছে দেওয়া হয়েছে।এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে মীর কাসেম আলীর ফাঁসিকে ‘ভুল চর্চা’ বলে উল্লেখ করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে। এই ব্যাপারটি ভালোভাবে নেয়নি বাংলাদেশ সরকার।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন, ‘মীর কাসেমের ফাঁসি দেয়াটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপারে মন্তব্য করার কোনো অধিকার তুরস্কের নেই। ১৯৭১ সালে তিনি যে মানবতাবিরোধী অপরাধ করেছেন, তার উপযুক্ত শাস্তি এটাই। এ ছাড়া পুরো বিচার সম্পন্ন হয়েছে স্বচ্ছ প্রক্রিয়ায়।’

কামরুল হাসান আরো বলেন, ‘বিচারিক প্রক্রিয়ায় মীর কাসেম আপিলের সুযোগ পেয়েছিলেন। সে সুযোগ তিনি গ্রহণও করেছেন। মানবতাবিরোধী বিচার বাংলাদেশের নিজস্ব ব্যাপার। তাই এ ব্যাপারে তুরস্ক কোনো মন্তব্য করেত পারে না।’

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে ফাঁসিতে ঝুলিয়ে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই অপরাধে তার আগে আরো পাঁচজনকে ফাঁসি দেয়া হয়েছে। তাদের মধ্যে একজন বিএনপির নেতা ছিলেন। বাকি চারজন জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৫৭   ৪৪৫ বার পঠিত