সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬

‘ছয়দফার মাধ্যমেই বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একত্রিত করেছিলেন’

Home Page » আজকের সকল পত্রিকা » ‘ছয়দফার মাধ্যমেই বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একত্রিত করেছিলেন’
সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬



 1473010525.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ছয়দফা বাঙালি জাতির মুক্তির সনদ। ছয়দফার মাধ্যমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একত্রিত করেছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে তত্কালীন ছাত্র ও যুব সমাজ বিশেষ করে ছাত্রলীগের কর্মীরা দেশের সর্বত্র ছয়দফার বাণী পৌঁছে দেয়। ছয়দফা আন্দোলনের কারণে বঙ্গবন্ধু যে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন তা নতুন প্রজন্মকে জানাতে হবে।
১৯৬৬ সালের ৭ জুনের হরতাল ও আন্দোলনের মধ্য দিয়েই ছয়দফার প্রতি পূর্ব পাকিস্তানের জনগণের তুলনাহীন সমর্থন প্রমাণিত হয়। আর সেদিনই শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদী নেতা হিসেবে জনমনে দৃঢ় প্রতিষ্ঠা লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক স্মারক বক্তৃতার মূল প্রবন্ধে এসব কথা উঠে আসে।
রোববার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত ‘ছয়দফা আন্দোলন ও তত্কালীন রাজনীতি’ শীর্ষক নাজমুল করিম স্মারক বক্তৃতায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
মূল প্রবন্ধে আরও বলা হয়, ছয়দফার আন্দোলনের কারণেই শেখ মুজিবকে আগড়তলা ষড়যন্ত্র মামলার আসামি করা হয়েছিল। আর এজন্যই সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটির উদ্যোগে রমনার রেসকোর্স ময়দানে জনসভা করে তাকে সংবর্ধনা দিয়ে ‘বঙ্গবন্ধু’ খেতাব দেয়া হয়েছিল। এ সময় ছিল বাঙালির জাগরণের সময়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্ব্বে আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাজমুল করিম স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক নেহাল করিম।

বাংলাদেশ সময়: ৯:৫৯:৫৩   ৪৩৫ বার পঠিত