সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬
শেরপুরে সাবেক চেয়ারম্যানসহ ৬ ইউপি সদস্য কারাগারে
Home Page » আজকের সকল পত্রিকা » শেরপুরে সাবেক চেয়ারম্যানসহ ৬ ইউপি সদস্য কারাগারে
বঙ্গ-নিউজ ডটকমঃ
দুদকের দায়ের করা অর্থ আত্মসাত মামলায় শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও সাবেক ৬ ইউপি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বিকেলে মামলার ধার্য তারিখে তারা আদালতে হাজির হলে মূখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাবেক ইউপি সদস্য যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- বয়তুল্লাহ, মোশারফ হোসেন, আব্দুল মালেক, আব্দুর রশীদ এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাজেরা বেগম ও ইসমত আরা।
আদালতের নথি সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে দায়িত্বে থাকাকলীন সময়ে কামারিয়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও ৭ ইউপি সদস্যের বিরুদ্ধে ২০১৪ সালের ৪ ডিসেম্বর শেরপুর সদর থানায় ৭টি মামলা দায়ের করে দুদক। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের উপ-সহকারী পরিচালক কমল কুমার রায় বাদী হয়ে বিভিন্ন প্রকল্পের ৬৪ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা আত্মসাতের অভিযোগ করা হয় ওই মামলাগুলোতে। কোন কর্তৃপক্ষকে অবহিত না করে অনুমতি না নিয়ে কোন সরকারি নীতিমালা অনুসরণ না করে বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে ৬৪ লাখ টাকাই আত্মসাত করেন। মামলা দায়েরের পর আসামিরা আদালতে আত্মসমর্পন করে জামিনে মুক্ত হন।
এদিকে, মামলাগুলো তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইল উপ-সহকারি পরিচালক মোস্তফা বুরহান উদ্দিন আহম্মদ গত ৩১ মে আদালতে চার্জশীট (অভিযোগপত্র) দাখিল করেন। আদালতে চার্জশীট গৃহীত হওয়ায় ধার্য তারিখে রোববার আসামিরা মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হলে তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ৯:৫৪:০৭ ৩৯২ বার পঠিত