শেরপুরে সাবেক চেয়ারম্যানসহ ৬ ইউপি সদস্য কারাগারে

Home Page » আজকের সকল পত্রিকা » শেরপুরে সাবেক চেয়ারম্যানসহ ৬ ইউপি সদস্য কারাগারে
সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬



 1473011427.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ
দুদকের দায়ের করা অর্থ আত্মসাত মামলায় শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও সাবেক ৬ ইউপি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বিকেলে মামলার ধার্য তারিখে তারা আদালতে হাজির হলে মূখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাবেক ইউপি সদস্য যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- বয়তুল্লাহ, মোশারফ হোসেন, আব্দুল মালেক, আব্দুর রশীদ এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাজেরা বেগম ও ইসমত আরা।
আদালতের নথি সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে দায়িত্বে থাকাকলীন সময়ে কামারিয়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও ৭ ইউপি সদস্যের বিরুদ্ধে ২০১৪ সালের ৪ ডিসেম্বর শেরপুর সদর থানায় ৭টি মামলা দায়ের করে দুদক। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের উপ-সহকারী পরিচালক কমল কুমার রায় বাদী হয়ে বিভিন্ন প্রকল্পের ৬৪ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা আত্মসাতের অভিযোগ করা হয় ওই মামলাগুলোতে। কোন কর্তৃপক্ষকে অবহিত না করে অনুমতি না নিয়ে কোন সরকারি নীতিমালা অনুসরণ না করে বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে ৬৪ লাখ টাকাই আত্মসাত করেন। মামলা দায়েরের পর আসামিরা আদালতে আত্মসমর্পন করে জামিনে মুক্ত হন।
এদিকে, মামলাগুলো তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইল উপ-সহকারি পরিচালক মোস্তফা বুরহান উদ্দিন আহম্মদ গত ৩১ মে আদালতে চার্জশীট (অভিযোগপত্র) দাখিল করেন। আদালতে চার্জশীট গৃহীত হওয়ায় ধার্য তারিখে রোববার আসামিরা মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হলে তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ৯:৫৪:০৭   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ