সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬
জামায়াতের হরতাল চলছে
Home Page » আজকের সকল পত্রিকা » জামায়াতের হরতাল চলছে
বঙ্গ-নিউজ ডটকমঃ
মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার প্রতিবাদে দলটির ডাকা দেশব্যাপী আট ঘণ্টার হরতাল চলছে। সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে শনিবার রাত ১০টা ৩০ মিনিটে মীর কাসেম আলীকে ফাঁসি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেন।
জামায়াতের ডাকা এ হরতালে রাজধানীতে তেমন কোনো প্রভাব পড়েনি। সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন ধরনের নাশকতা বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
হরতাল উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন মোড় ও বাসস্টপেজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
মীর কাসেম জামায়াতের নেতাদের মধ্যে পঞ্চম, যিনি মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে ঝুললেন।
এর আগে বিভিন্ন সময়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লার রায় কার্যকর হয়। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৪৯:৫৬ ৩৭২ বার পঠিত