রবিবার, ৪ সেপ্টেম্বর ২০১৬

কানাডিয়ান ইউনিভার্সিটি ও এফবিসিসিআই সমঝোতা স্বাক্ষর

Home Page » মুক্তমত » কানাডিয়ান ইউনিভার্সিটি ও এফবিসিসিআই সমঝোতা স্বাক্ষর
রবিবার, ৪ সেপ্টেম্বর ২০১৬



14051785_830169453786524_8130013145285538636_n.jpgবঙ্গ-নিউজঃ দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মাঝে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও গবেষণার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বনানী ক্যাম্পাসে এ স্মারক স্বাক্ষরিত হয়।কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর “এডুকেশন ফেয়ার ২০১৬: স্টেপ টু নর্থ আমেরিকা” শীর্ষক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। দেশের এই শীর্ষ বাণিজ্য সংগঠন এবং বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটিই প্রথম সমঝোতা স্মারক। এই স্মারক অনুযায়ী, এফবিসিসিআই সদস্য প্রতিষ্ঠানগুলোর সাথে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে এবং এফবিসিসিআই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর শিক্ষার্থীদের কর্মসংস্থান, ইন্টার্নশীপের ব্যবস্থা করবে।

এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর উইলিয়াম এইচ. ড্যারেঞ্জার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া ইউনিক গ্রুপের এমডি মোহাম্মদ নূর আলী এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ২৩:৫৭:০০   ৪৬০ বার পঠিত