শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬

হিলারির ই-মেইল ফাঁস!!

Home Page » আজকের সকল পত্রিকা » হিলারির ই-মেইল ফাঁস!!
শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬



 hillery.jpeg

বঙ্গ-নিউজ ডটকমঃ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের বিষয়ে করা তদন্ত সংশ্লিষ্ট নথি প্রকাশ করেছে এফবিআই। ৫৮ পৃষ্ঠার এসব নথিতে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারির সাক্ষাত্কারসহ নিউইয়র্কে তার বাসভবনের ব্যক্তিগত সার্ভার সম্পর্কেও বিস্তারিত তথ্য আছে। ব্যক্তিগত সার্ভার ব্যবহারের মাধ্যমে হিলারি আইন ভেঙেছেন কিনা- তা খতিয়ে দেখতে এক বছর ধরে তদন্ত করে এফবিআই। চলতি বছরের জুলাইতে তদন্ত শেষ হয়।

তদন্ত শেষে এফবিআইয়ের পরিচালক জেমস কোমি হিলারির বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেননি। খবর বিবিসির।
শনিবার প্রকাশিত ওই নথিতে নিজের সিদ্ধান্তে কোমি জানিয়েছেন, গোপনীয় তথ্যের বিষয়ে হিলারি ও তার কর্মীরা ‘অসতর্ক’ আচরণ করলেও তারা জেনেশুনে এ কাজ করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
কোমি জানিয়েছেন, গোপনীয় তথ্য কীভাবে সামলাতে হয় সে বিষয়ে ‘সর্বোচ্চ জ্ঞান’ প্রদর্শন করতে পারেননি হিলারি, এ কারণেই তিনি ও তার কর্মীরা গোপনীয় তথ্য সামলানোর বিষয়ে ‘অত্যন্ত অসতর্ক’ ছিলেন। এফবিআইয়ের প্রকাশিত তথ্যে কোমির উল্লেখ করা দু’টি বিষয়েই বিস্তারিত তথ্য আছে। এতে দেখা যায়, হিলারি জানিয়েছেন, গোপনীয় নথি ব্যবহারের ক্ষেত্রে তাকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেয়া হয়েছে- এমনটা মনে করতে পারছেন না তিনি। হিলারি জানান, তিনি গোপনীয় নথির শ্রেণীকরণের বিষয়ে ‘মনোযোগ’ না দিয়ে সব গোপনীয় নথিই ‘গুরুত্বের’ সঙ্গে গ্রহণ করেছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী থাকায় সময় হিলারি ১৩টি মোবাইল ফোন সেট ব্যবহার করেছিলেন। এগুলোর কয়েকটি ধ্বংস করে ফেলা হলেও বাকিগুলো পাওয়া যাচ্ছে না।
এমন ইঙ্গিত আছে যে, অজ্ঞাত কোনো একটি গোষ্ঠী হিলারির ই-মেইল সার্ভারে প্রবেশের চেষ্টা করেছিল এবং একটি ক্ষেত্রে বিল ক্লিনটনের কর্মীদের মধ্যে একজনের ই-মেইল অ্যাকাউন্টের সঙ্গে সফলতার সঙ্গে ‘সমঝোতা’ করতে পেরেছিল।
এছাড়া হিলারি নিয়মিত তার ব্ল্যাকবেরি ফোন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতেন- এটি ওই মন্ত্রণালয়ের নীতির লঙ্ঘন।

বাংলাদেশ সময়: ২০:৪৪:৫৭   ৩৮৩ বার পঠিত