শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬
জঙ্গিবিষয়ক সংবাদ প্রকাশে সতর্ক থাকার আহ্বান র্যাবের
Home Page » আজকের সকল পত্রিকা » জঙ্গিবিষয়ক সংবাদ প্রকাশে সতর্ক থাকার আহ্বান র্যাবের
বঙ্গ-নিউজ ডটকমঃ
জঙ্গিবিষয়ক সংবাদ প্রকাশে সতর্ক থাকার আহ্বান জানিয়ে র্যাব প্রধান বেনজীর আহমেদ বলেছেন, তথ্য পাওয়ার পরই তা ছেপে দেয়া সঠিক হবে না। এমন করা হলে দৃষ্টি অন্যদিকে সরে যাবে। শুক্রবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
র্যাব প্রধান বলেন, জাতির আগ্রহের কেন্দ্রবিন্দু এখন জঙ্গিরা। সবাই বিষয়টি জানতে চায়। তবে তাদের ব্যাপারে কোনো তথ্য পেলেই তা প্রচার করা বা ছেপে দেয়া যাবে না। কারণ যাচাই-বাছাই না করে নিউজ ছাপালে জাতি বিভ্রান্ত হবে। এমন কোনো নিউজ করা যাবে না যাতে জঙ্গিরা সুযোগ পেয়ে যায়।
জঙ্গিদের শক্তিক্ষয় হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ২৬ জঙ্গিকে গ্রেফতার করেছে। জেএমবি, আনসারউল্লাহ বাংলা টিম ও হিযবুত তাহরীর কতটুকু চাপে আছে আমরা তা মূল্যায়ন করার চেষ্টা করছি।
ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর মানুষের উদ্বেগ বেড়েছে। তাই বিষয়টি সামনে রেখেই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে। বাস টার্মিনাল, রেলস্টেশন, গরুর হাটসহ সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:২১:৪২ ৪১৫ বার পঠিত